ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ব্রাগার বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে বল জালে জড়িয়েছেন রদ্রিগো ও জুড বেলিংহাম। একই দিনে জয়ে ফিরেছে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল।
ব্রাগার ঘরের মাঠে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। রদ্রিগোকে দিয়ে গোলটি করিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। বাঁ উইং দিয়ে ব্রাগার রক্ষণকে ফাঁকি দিয়ে রদ্রিগোর উদ্দেশ্যে বল বাড়ান ভিনিসিয়ুস। তাতেই ১-০ তে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল।
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই স্বপ্নে মতো সময় কাটানো বেলিংহামও পেয়েছেন গোলের দেখা। ইংলিশ মিডফিল্ডারের গোলটিও করিয়েছেন ভিনিসিয়ুস। ৬১ মিনিটে ব্রাজিলিয়ান তারকার বাড়ানো বল জালে জড়ান বেলিংহাম। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। এর দুই মিনিট পরেই একটি গোল শোধ করে ব্রাগা।
ম্যাচ শেষে রিয়াল কোচ আনচেলত্তির কন্ঠে ঝড়েছে স্বস্তি। তিনি বলেন, “সব মিলিয়ে আমরা একটি ভালো ম্যাচই খেলেছি। তবে ওদের গোলটি ভালো লাগেনি। কারণ, তার আগে আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করেছি এবং জয়টা হাতের মুঠোয় ছিল”
রিয়ালের জয়ের রাতে জয় পেয়েছে দুই ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও ম্যানইউ। কোপেনহেগেনকে ১-০ গোলে হারিয়েছে এরিক টেন হ্যাগের দল। দলের হয়ে একমাত্র গোলটি করেন হ্যারি ম্যাগুয়ার। এই জয়ে শেষ ষোলোয় ওঠার দৌড়ে টিকে থাকল টেন হাগের দল। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইউনাইটেড।
‘বি’ গ্রুপের ম্যাচে সেভিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। মিকেল আরতেতার দলের জয়ে বড় অবদান রেখেছেন গ্যাব্রিয়েল জেসুস। নিজে গোল করার পাশাপাশি গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে দিয়ে গোল করিয়েছেন আর্সেনাল তারকা। এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আর্সেনাল।