দুইশোর কম সংগ্রহের পরও বড় লিডের স্বপ্ন দেখছিল বাংলাদেশ দল। তবে মিরপুরের টেস্টের তৃতীয় দিনের শুরুটা হয়ে রইল গ্লেন ফিলিপসময়। এই কিউই ব্যাটারের ৭২ বলে ৮৭ রানের ওপর ভর করে ৮ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় দিনের খেলা মাঠে গড়ানো নিয়েও ছিল শঙ্কা। তবে শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। তৃতীয় দিনের খেলা মাঠে শুরু হয়েছে দুপুর বারোটায়। লাঞ্চের সময় এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় সেশন দিয়ে তৃতীয় দিনের খেলা শুরু হবে।
প্রথম দিন বৃষ্টি না থাকলেও আলো স্বল্পতার কারণে আগেই দিনের খেলা শেষ করতে হয়। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল নির্ধারিত সময়ের পনেরো মিনিট আগে। তবে বৃষ্টির কারণে ভেসে গেছে দ্বিতীয় দিনের খেলা। তৃতীয় দিনের প্রথম সেশনও মাঠে গড়ায়নি।
জানা গেছে, আলো থাকলে তৃতীয় দিনের খেলা চলবে সোয়া পাঁচটা পর্যন্ত।