আইপিএলের ফাইনাল ম্যাচ, নিশ্চিত করেই চাপ কাজ করার কথা দুই দলের খেলোয়াড়দের মধ্যে। এমন ম্যাচে চাপকে জয় করতে পারে যারা, তারা নিশ্চিত করেই একটু হলেও এগিয়ে থাকে, অন্তত মানসিক দিক দিয়ে হলেও। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনালে এসে সেই চাপকে জয় করতে পারল না। আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে অলআউট প্যাট কামিন্সের দল। যা কিনা আইপিএলের ফাইনালের ইতিহাসে আগে ব্যাট করে সর্বনিম্ন রানের রেকর্ড। ছোট লক্ষ্য তাড়ায় ভুল করেনি কলকাতা নাইট রাইডার্স। হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়ে আইপিএলে তৃতীয় শিরোপা জিতল তারা।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক কামিন্স। কিন্তু অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে পারেননি পুরো মৌসুম জুড়ে দারুণ ব্যাটিং করা অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। মিচেল স্টার্কের করা প্রথম ওভারেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন অভিষেক। তার আগে ৫ বলে রান করেছেন মাত্র ২।

অন্যদিকে আরেক ওপেনার হেড রানের খাতাই খুলতে পারেননি। গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এর আগে প্রথম কোয়ালিফায়ারে কলকাতার বিপক্ষে শুন্য রানে আউট হয়েছিলেন অজি এ ওপেনার। রাহুল ত্রিপাতি-এইডেন মার্করামরাও তেমন কিছু করতে পারেননি। আব্দুল সামাদও ফিরেছেন দ্রুত।
হায়দ্রাবাদ ১১৩ রানের সংগ্রহ পায় কামিন্সের কল্যাণে। ১৯ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় দলের সর্বোচ্চ ২৪ রান করেন হায়দ্রাবাদ অধিনায়ক।
কলকাতার হয়ে ২.৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল। ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও হারশিত রানা।
রান তাড়া করতে নেমে শুরুতেই সুনীল নারাইনের উইকেট হারায় কলকাতা। নিজের মোকাবেলা করা প্রথম বলেই ছক্কা মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু পরের বলেই ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন নারাইন।
কলকাতাকে বিপদে পড়তে দেননি আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার। তিনে নামা আইয়ার করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। তার সামনে হায়দ্রাবাদের বোলাররা সুবিধা করতে পারেননি। ২৪ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। এর আগে প্রথম কোয়ালিফায়ারে হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচেও অর্ধশতক করেছিলেন বাঁহাতি এ ব্যাটার। আইয়ারকে দারুণ সঙ্গ দিয়েছেন গুরবাজ। শাহবাজের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ৩২ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় করেছেন ৩৯ রান।
হায়দ্রাবাদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন কামিন্স ও শাহবাজ।