ওঙ্কার সরকার, কলকাতা: আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালের জয়ের রাতকে স্মরণীয় করে রাখতে এবারের দুর্গা পুজোর অভিনব ভাবনা নরেন্দ্রপুরের গ্রিন পার্ক সর্বজনীনের। ৬৪তম বর্ষে তাদের থিম সবচেয়ে বড় মেসি। আর্জেন্টাইন বিশ্বকাপারকে সম্মান জানাতে এর থেকে ভাল উপায় আর কী হতে পারে। আর এই মণ্ডপের উদ্বোধনেও থাকছে চমক, কারণ মণ্ডপ উদ্বোধন করবেন ফুটবলের অন্যতম জাদুকর রোনাল্ডিনহো।
শুধুই কি লিওনেল মেসি? না সেরকম একেবারেই নয়। ভাবনায় তুলে ধরা হয়েছে মেসির ফুটবল জীবনের একটা স্মরণীয় এবং ঐতিহাসিক রাতকে। আর্জেন্টাইন তারকার বিশ্বকাপ জয়ের রাত। কাতারের লুসাইল স্টেডিয়ামের আদলে তৈরি হয়েছে নরেন্দ্রপুর গ্রিন পার্কের এবারের মণ্ডপ সজ্জা। কাতারের এই স্টেডিয়ামটি তাদের একটি বাজনার আদলে তৈরি। সেই আদলে গড়া হয়েছে মণ্ডপ। তার মধ্যে রয়েছে গ্যালারি, রয়েছে দর্শকদের চেয়ারও। ঠাকুর দেখতে ঢুকে যাতে মানুষ মাঠের পরিবেশটা ভালভাবে অনুভব করতে পারেন তার জন্য থাকবে অভিনব লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা।
ফুটিয়ে তোলা হবে বিশ্বকাপের সময় সমর্থকদের জয়োল্লাসের দৃশ্য। বিশেষ আকর্ষণ হিসেবে মণ্ডপের ওপর থাকছে ৪৫ ফুটের একটি মেসির মূর্তি, যার হাতে থাকবে বিশ্বকাপ। ইতিমধ্যেই মূর্তি গড়ার কাজ প্রায় শেষের পথে। শুধুমাত্র একত্রিত করে নিয়ে মণ্ডপের উপর বসানোর অপেক্ষা। সাধারণ মানুষকে মাঠের অনুভব করাতে নিয়ে আসা হচ্ছে বিশেষ ধরনের ঘাস। আর দশভূজার মূর্তি অবস্থান করবে মাঠের সবুজ ঘাসের উপর। দর্শনার্থীদের জন্য দ্বিতীয়া অথবা তৃতীয়া থেকেই এই মণ্ডপ খুলে দেওয়ার পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা। উদ্বোধন করতে কলকাতায় আসছেন ব্রাজিলের তারকা ফুটবলার রোনাল্ডিনহো।
ক্লাব কমিটির সম্পাদক বিশ্বজিৎ দাস জানিয়েছেন, ‘‘মেসিকে ঘিরে পুজো, উত্তেজনা তো আছেই। তবে রোনাল্ডিনহো আসছেন এটা আরও বেশি উত্তেজনার। এই পুজোর খবর যাতে মেসির কানেও পৌঁছয় সেই ব্যবস্থাও করব আমরা। ভবিষ্যতে লিওকে এখানে নিয়ে আসার ইচ্ছে রয়েছে।’’ পুজোর প্রস্তুত প্রায় সম্পূর্ণ। প্রায় ২৫ জন কর্মী মণ্ডপের কাজে নিয়োজিত। বাকিরা ব্যস্ত রয়েছেন মেসির মূর্তি তৈরির কাজে।
Published by:Siddhartha Sarkar
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja, Durga Puja 2023