বাংলাদেশি কর্মকর্তাদের সহযোগিতায় প্রায় ১১ লাখ দিরহাম মূল্যের গয়না ভর্তি ব্যাগ উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে দুবাই পুলিশ। বাংলাদেশি মুদ্রায় তিন কোটি আটষট্টি লাখ ২৫ হাজার টাকার গয়না ছিল ঐ ব্যাগে।
এক দুবাই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী একটি গহনা প্রদর্শনীতে অংশ নেওয়ার সময় এ ঘটনা ঘটে। তিনি প্রায় ১.১ মিলিয়ন দিরহাম মূল্যের হীরার টুকরো ভর্তি চারটি ব্যাগ সঙ্গে নিয়েছিলেন।
গন্তব্যে পৌঁছানোর পর ব্যবসায়ী বুঝতে পারেন, তার একটি ব্যাগটি হারিয়ে গেছে।
জানা যায়, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় একজন বাংলাদেশি যাত্রী ভুলবশত দেখতে একই রকম ব্যাগটি নিয়ে গিয়েছিলেন। ঐ যাত্রী ইতিমধ্যে বাংলাদেশে ফিরে এসেছেন। ব্যবসায়ী দ্রুত দুবাই গিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান। দুবাই পুলিশ ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস ও বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যাগটি খুঁজে বের করে। সব আইনি প্রক্রিয়া শেষে সমস্ত গয়নাসহ ব্যাগটি মূল মালিকের কাছে ফেরত দেয়।
গয়না ফেরত পেয়ে ব্যবসায়ী দুবাই পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না।
দুবাই পুলিশও বাংলাদেশি কর্তৃপক্ষের সহযোগিতার বিষয়টি নিয়ে বিশেষ প্রশংসা করেছে।