দুবাইয়ে ৬৭তলা ভবনে ভয়াবহ আগুন, নিরাপদে বাসিন্দারা | চ্যানেল আই অনলাইন

দুবাইয়ে ৬৭তলা ভবনে ভয়াবহ আগুন, নিরাপদে বাসিন্দারা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যকেন্দ্র দুবাই মেরিনায় শনিবার (১৪ জুন) একটি ৬৭তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটিতে থাকা সকল বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা।

গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভবনটিতে আগুন লাগে। বিভ্রান্তি সত্ত্বেও, দুবাই সিভিল ডিফেন্স দ্রুত এবং সু-সমন্বিতভাবে সরিয়ে নেওয়ার কাজ চালিয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

ঘন ধোঁয়ার মাঝেও সিঁড়ি এবং লিফটের মধ্য দিয়ে প্রতিটি বাসিন্দা এমনকি পোষা প্রাণীকেও নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে শনিবার সকাল ১১টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও ভবন থেকে ধোঁয়া দেখা যাচ্ছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ বলছে, আগুন নেভানোর কারণে ধোঁয়া দেখা যাচ্ছে, যা অগ্নিনির্বাপণ পদ্ধতির একটি সাধারণ অংশ।

আগুন লাগার সময় কোনো অগ্নিনির্বাপক অ্যালার্ম বাজেনি, অথবা এটি কাজ করেনি বলে উল্লেখ করেছেন এক বাসিন্দা। আগুন লাগার পর বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে তাৎক্ষণিক জরুরি ব্যবস্থা গ্রহণ করে। দুবাই সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপক দল, পুলিশ এবং অ্যাম্বুলেন্স পরিষেবা কয়েক মিনিটের মধ্যেই পৌঁছায় ঘটনাস্থলে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা বেশ কয়েকটি ভিডিওতে ধোঁয়া শ্বাসকষ্ট এড়াতে মুখ কাপড় দিয়ে ঢেকে বাসিন্দাদের মূল প্রবেশদ্বার থেকে ছুটে আসতে দেখা গেছে। একইসঙ্গে অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা এমনটিও দেখা গেছে বিভিন্ন ভিডিওতে।

Scroll to Top