মামলার কাগজপত্রের তথ্য বলছে, সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য শামীম এস্কান্দারকে ২০০৭ সালে নোটিশ দেয় দুদক। পরের বছর সম্পদের তথ্য গোপনের অভিযোগে শামীম এস্কান্দার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক।
আজ মঙ্গলবার এ মামলার অভিযোগ গঠন বিষয় শুনানির দিন ছিল। আসামিপক্ষ থেকে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত শুনানি নিয়ে শামীম এস্কান্দার ও তাঁর স্ত্রীকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। শুনানির সময় তাঁরা দুজনই আদালতে উপস্থিত ছিলেন।