এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মৌসুমের শেষ দিকে এসে বড় ধাক্কা খেল বার্সেলোনা। হাঁটুর চোটে ছিটকে গেছেন মার্ক কাসাদো। স্প্যানিশ এই ডিফেন্ডারকে অন্তত দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
গত রোববার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চোট পান ২১ বর্ষী কাসাদো। ম্যাচের ৬৭ মিনিটে মাঠ ছেড়ে উঠে যান তিনি। পরে স্ক্যানে দেখা যায়, ডান হাঁটুতে চোট পেয়েছেন তিনি।
মঙ্গলবার বিবৃতিতে কাসাদোর ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়েছে বার্সেলোনা। ক্লাবটি বলেছে, তার ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ৩৬ ম্যাচ খেলেছেন তিনি। লা লিগায় শীর্ষে থাকা দলটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে । এছাড়া কোপা দেল রে’র সেমিফাইনালে খেলছে।