দুই বিশ্বকাপ জেতা ম্যাক্সওয়েল ওয়ানডেকে বিদায় বললেন | চ্যানেল আই অনলাইন

দুই বিশ্বকাপ জেতা ম্যাক্সওয়েল ওয়ানডেকে বিদায় বললেন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

হুট করেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেয়া অলরাউন্ডার জিতেছেন দুটি ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি মনোযোগী হতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বর্ষী ম্যাক্সি।

গত ৪ মার্চ দুবাইতে ভারতের বিপক্ষে শেষবার ওয়ানডে খেলতে নেমেছিলেন ম্যাক্সওয়েল। সোমবার ‘ফাইনাল ওয়ার্ড পডকাস্ট’কে সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে বলেছেন, ‘‘আমি তাকে বলেছি, ‘আমার মনে হয় না আমি সেই (২০২৭) বিশ্বকাপে খেলতে পারব।’ এখন সময় হয়েছে আমার জায়গায় নতুন কাউকে সুযোগ দেয়ার, যেন তারা সেটি নিজের করে নিতে পারে। আশা করি তারা যথেষ্ট সময় পাবে সেই ভূমিকাটা ধরে রাখার জন্য।’’

২০১২ সালের আগস্টে ওয়ানডে অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। ১৪৯ ওয়ানডেতে ৩,৯৯০ রান ও ৭৭ উইকেট শিকার করেছেন। সেঞ্চুরি করেছেন ৪টি, গড় ৩৩.৮১। সর্বোচ্চ রান ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সেই অবিশ্বাস্য ২০১। সেরা বোলিং ফিগার ৪০ রানে ৪ উইকেট, গড় ৪৭.৩২।

অস্ট্রেলিয়ার হয়ে ম্যাক্সওয়েল ২০১৫ ও ২০২৩ বিশ্বকাপ জিতেছেন। টেস্ট ও ওয়ানডে অধ্যায়ের ইতি টানলেও এখন শুধু টি-টুয়েন্টি সংস্করণে খেলতে দেখা তাকে।

Scroll to Top