প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ‘এ’র বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। স্বাগতিকদের ১৬৭ রানে হারিয়েছে লাল-সবুজের দল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার স্বাগতিক পাকিস্তান ‘এ’র বিপক্ষে শুরুতে ব্যাট করে ৪৯.৪ ওভার পর্যন্ত টিকে ছিল বাংলাদেশের ইনিংস। সব উইকেট হারিয়ে ২৭৬ রানের পুঁজি দাঁড় করায় টিম টাইগ্রেস। সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন অধিনায়ক জ্যোতি। ফারজানা হক রিটায়ার্ড হার্ট হওয়ার আগে করেন ৫০ রান।
এছাড়া ৪৬ রানে অপরাজিত ছিলেন জান্নাতুল ফেরদৌস। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন উম্মে-ই-হানি ও ওয়াহিদা আক্তার।
লক্ষ্যে নেমে একদমই সুবিধা করতে পারেনি স্বাগতিক পাকিস্তান ‘এ’ দল। সর্বোচ্চ ৩২ রান আসে দুয়া মাজিদের ব্যাটে। উম্মে-ই-হানি ২৬ ও আয়মান ফাতেমা করেন ১৫ রান। বাকিদের কেউ স্পর্শ করতে পারেননি দুঅঙ্কের ঘর।
আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ তারিখ। প্রতিপক্ষ থাইল্যান্ড। ১৩ এপ্রিল প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ তারিখে স্কটল্যান্ড, ১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।