গত ২২ মার্চ শুরু হওয়া আইপিএলের পেরিয়েছে ১০দিন। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচ থেকেই মুস্তাফিজুর রহমানের মাথায় পার্পেল ক্যাপটিও ১০দিন ধরেই তার কাছে। এবারের আসরে রবিবার নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। দলের সেরা বোলার হয়েও মুস্তাফিজের সামনে চ্যালেঞ্জ তিনটি।
বিশাখাপত্তমে বাংলাদেশ সময় রাত ৮টায় দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে অন্তত মাঠে নামার আগ পর্যন্ত পার্পেল ক্যাপের মালিক থাকছেন ‘মুজ আর্ট অব মাদ্রাজ’। খুব স্বাভাবিকভাবেই মুস্তা চাইবেন উইকেটের পরিসংখ্যান বাড়িয়ে নিয়ে নিজের রাজত্বটা বহাল রাখতে। এখন পর্যন্ত ২ ম্যাচে ৭.৩৭ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট, মুস্তাফিজের পরেই ৫ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় সেরা বোলার কলকাতা নাইট রাইডার্সের হার্শিত রানা।
‘দ্য কাটার’ মাস্টারের সামনে দ্বিতীয় চ্যালেঞ্জ, চেন্নাইয়ের মাটিতে যথেষ্ট ভালো বল করা কিংবা শুরুতে মার খেয়েও ক্যামব্যাক করার গল্পটা বিশাখাপত্তমেও ফিরিয়ে আনা। অবশ্য এই চ্যালেঞ্জ নেয়ার সুযোগটা মুস্তাফিজ তখনই পাবেন, যদি দিল্লীর বিপক্ষের ম্যাচেও একাদশে তাঁকে বিবেচনা করা হয়। কারণ ম্যাচ পরিস্থিতির, কন্ডিশনের স্বার্থে এ ম্যাচে মুস্তার জায়গা ডাগআউটে হলেও অবাক হওয়ার হয়তো কিছুই থাকবে না।
মুস্তাফিজুর রহমানের তিন নম্বর চ্যালেঞ্জ যতটা না দলের স্বার্থে, তারচেয়েও বেশি হয়ত ব্যক্তিগত প্রতিশোধের কিংবা বলা যায়, নিজের সামর্থ্য সাবেক দলকে আরো একবার মনে করিয়ে দেয়ার। দিল্লী ক্যাপিটালসে গতবার এই টাইগার পেসার খেলেছিলেন দুই ম্যাচ, পারফর্ম্যান্স ছিল যা-তা মানের। দিল্লিও আর মুস্তাকে দলে রাখেনি। তাই পুরনো দলের বিপক্ষে ‘দ্য ফিজ’ হয়ত আরও একটু বেশিই উজ্জীবিত হয়েই খেলতে চাইবেন। অবশ্যই সেটা একাদশে সুযোগ পেলে।