দিল্লি যাত্রা নিয়ে সংশয়! তৃণমূল কর্মীদের স্পেশাল ট্রেন দিচ্ছে না পূর্ব রেল

দিল্লি যাত্রা নিয়ে সংশয়! তৃণমূল কর্মীদের স্পেশাল ট্রেন দিচ্ছে না পূর্ব রেল

কলকাতা: আগামীকাল দিল্লিতে তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। কারণ, তৃণমূলের আবেদনে কার্যত না জানিয়ে দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। প্রসঙ্গত, অক্টোবর মাসের ২ তারিখ থেকে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল। তার জন্য আগামীকাল হাওড়া থেকে বিশেষ ট্রেনে করে তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তৃণমূলের সেই আবেদনে কার্যত না জানিয়ে দিয়েছে পূর্ব রেল। ফলে দিল্লিতে তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।

দিল্লি যাত্রা নিয়ে সংশয়! তৃণমূল কর্মীদের স্পেশাল ট্রেন দিচ্ছে না পূর্ব রেল

পূর্ব রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, স্পেশাল ট্রেন এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। কারণ এর জন্য যে রেক দরকার সেই রেক হাতে নেই। তাই এখনই ট্রেন দিতে পারছে না।

 

নিয়ম হচ্ছে স্পেশাল ট্রেন দেয় আইআরসিটিসি। আইআরসিটিসি ট্রেন নেয় জোন থেকে। এক্ষেত্রে জোন হচ্ছে পূর্ব রেল। পূর্ব রেলের কাছ থেকে ট্রেন নিয়ে আইআরসিটিসিকে দিতে হত। কিন্তু পূর্ব রেল এবং আইআরসিটিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা স্পেশাল ট্রেন দেবে না।

আরও পড়ুন, হাওড়া ব্রিজে বন্ধ যান চলাচল! আদিবাসী সংগঠনের মিছিলের জেরে চরম দুর্ভোগ

আরও পড়ুন, ডেঙ্গি মশারূপী অসুর বধ করতে ব্লিচিং হাতে মা দুর্গা মর্তে!কাউন্সিলরের অভিনব ভাবনা

ফলে আগামীকাল সকাল ৮টার সময়ে হাওড়া থেকে তৃণমূল কর্মীদের নিয়ে যে ট্রেন যাত্রা করত সেই ট্রেন যাত্রা করছে না। ফলে বিকল্প হিসাবে কীভাবে তৃণমূল কর্মীরা যাবেন, তা নিয়ে আলোচনা শুরু করেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার আঙুল তুলেছে। তাদের দাবি, যেহেতু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থানের ডাক দেওয়া হয়েছিল। তাই এমনটা করা হয়েছে।

Published by:Suvam Mukherjee

First published:

Tags: AITMC, Indian Railways

Scroll to Top