দিনাজপুর সীমান্তে নারীসহ ১৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ | চ্যানেল আই অনলাইন

দিনাজপুর সীমান্তে নারীসহ ১৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দিনাজপুরের বিরল এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জন নারী পুরুষকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী- বিএসএফ।

বৃহস্পতিবার  (২৯ মে) ভোরে তাদেরকে আটক করেছে বিজিবির স্থানীয় ক্যাম্পের সদস্যরা। ১৩ জনের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে বিরলের কাঠালিয়াপাড়ায় গ্রাম এসে কয়েকটি পরিবারকে ডেকে তুলে খাবার চেয়ে ক্ষুধা নিবারণ করেছে। তারা তৃষ্ণার্ত এবং ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। তার মধ্যে কয়েকজন নারী অবর্ণনীয় দৈহিক নির্যাতন জনিত অসুস্থ ছিল। বাংলাদেশে ঠেলে দিতে সীমান্তের অপারে বিভিন্ন স্থানে বহু বাংলাভাষীকে জড়ো করছে বলেও তারা জানায়।

বিজিবি’র ৪২ ব্যাটালিয়ন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিরলের এনায়েতপুর সীমান্তে উল্টোদিকে ভারতের কুশমন্ডি থানার গোবরাবিল এলাকায় কাটাতারের গেট দিয়ে ১১ জন নারী ও ২ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। ভোরের দিকে ওই ১৩জনকে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে এনায়েতপুর বিওপির টহল দলের সদস্যরা। পুশইনের শিকার ওই ১৩জনের নাগরিক পরিচয় সনাক্তে অনুসন্ধ্যান চালাচ্ছেন তারা।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৪২ বিজিবির  এনায়েতপুর বিওপি কোম্পানী কমান্ডার ঠান্ডু মিয়া।

অন্যদিকে ধর্মজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম জানান, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাভাষীদের বাংলাদেশে পুশ করতে তৎপর রয়েছে বিএসএফ।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, ১৩ জনকে আটক করার বিষয়টি জেনেছি। বিজিবির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

Scroll to Top