দালাই লামার উত্তরসূরি কে! | চ্যানেল আই অনলাইন

দালাই লামার উত্তরসূরি কে! | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা জানিয়েছেন, তার মৃত্যুর পর একজন উত্তরসূরি শতশত বছরের প্রাচীন ঐতিহ্যকে বজায় রাখবেন।

সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দালাই লামা তার ৯০ তম জন্মদিনে নিজের উত্তরসূরি সম্পর্কে কোনো সূত্র দিতে পারেন এই প্রত্যাশা তৈরি হয়েছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত অনুসারীরা ইতোমধ্যে উত্তর ভারতের ধর্মশালায় জড়ো হয়েছেন।

অতীতে উত্তরসূরির বিষয়ে দ্বিধায় ছিলেন এই আধ্যাত্মিক নেতা। তবে বুধবারই এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন।

তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান পেনপা সেরিং জানিয়েছেন, দালাই লামার উত্তরাধিকার সম্পর্কিত ঘোষণাকে তারা “সর্বসম্মতভাবে” সমর্থন করছেন।

পেনপা সেরিং জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিব্বতীরা দালাই লামাকে তিব্বতী বৌদ্ধ ধর্মের পরম্পরা এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধে সম্মতি জানিয়েছেন দালাই লামা।

তবে দালাই লামার জ্যেষ্ঠ সহযোগী সামধং রিংপোচ জানিয়েছেন, উত্তরসূরির বিষয়ে সঠিক সময় এলে জানানো হবে। দালাই লামা এই বিষয়ে আর কোনো প্রকাশ্য বিবৃতি দেবেন না।

Scroll to Top