দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের অপেক্ষায় ইংল্যান্ড

দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের অপেক্ষায় ইংল্যান্ড
দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের অপেক্ষায় ইংল্যান্ড

ওভাল টেস্টে জয়ের সুবাতাস পাচ্ছে স্বাগতিক ইংল্যান্ড। ১৩০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪র্থ দিন শেষে বিনা উইকেটে ৯৭ রান করেছে ইংলিশরা। প্রয়োজন আর মাত্র ৩৩ রান, হাতে এখনও আছে ১০টি মূল্যবান উইকেট।

পুরো টেস্টজুড়ে আধিপত্য বিস্তার করে চলেছেন পেসাররা। বৃষ্টি ও রাণী এলিজাবেথের মৃত্যুর কারণে প্রথম ২ দিন না হওয়া টেস্টের পরের ২ দিনেই পড়েছে ৩০ উইকেট, সবকটিই যায় পেসারদের দখলে।

৭ উইকেটে ১৫৪ রান নিয়ে খেলতে নামা ইংলিশরা আর মাত্র ৪ রান করতে বাকি ৩ উইকেট হারিয়ে বসে। একইসাথে ইংল্যান্ডের ১ম ইনিংসের যবনিকাপাত ঘটে।

সর্বোচ্চ রান ওলি পোপের, ৬৭ রান। জো রুটের ব্যাট থেকে আসে ২৩ রান।

প্রোটিয়াদের পক্ষে ৫ উইকেট নেন মার্কো জেনসেন। কাগিসো রাবাদা ৪টি ও আনরিখ নরকিয়া ১ উইকেট পান।

৪০ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংস শুরু করা দক্ষিণ আফ্রিকা বেশ ভালোভাবে ব্যাটিং করতে থাকে। উদ্বোধনী জুটিতে অধিনায়ক ডিন এলগার ও সারেল এরউই ৫৮ রান তোলেন। এলগার ৩৬ ও এরউই ২৬ রান করেন।

প্রথমে এরউই বিদায় নেন। এরপর এলগার আউট হওয়ার পর প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ দুমড়ে মুচড়ে যেতে থাকে। ইংলিশ পেসাররা আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়ে ১৬৯ রানে শেষ করে দেয় প্রোটিয়াদের ২য় ইনিংস।

ইংলিশদের পক্ষে অধিনায়ক বেন স্টোকস ও স্টুয়ার্ড ব্রড ৩টি করে এবং জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন ২টি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোরঃ

দক্ষিণ আফ্রিকার ১ম ইনিংসঃ ১১৮/১০ (৩৬.২), এলগার ১, এরউই ০, পিটারসেন ১২, রিকেলটন ১১, জন্ডো ২৩, ভেরেইন ০, মুলডার ২, জেনসেন ৩০, মহারাজ ১৮, রাবাদা ৭*, নরকিয়া ৭; অ্যান্ডারসন ৮-২-১৬-১, রবিনসন ১৪-৩-৪৯-৫, ব্রড ১২.২-১-৪১-৪

ইংল্যান্ডের ১ম ইনিংসঃ ১৫৮/১০ (৩৬.২), লিস ১৩, ক্রলি ৫, পোপ ৬৭, রুট ২৩, ব্রুক ১২, স্টোকস ৬, ফোকস ১৪, ব্রড ৬, রবিনসন ৩, লিচ ০, অ্যান্ডারসন ০*; রাবাদা ১৩-১-৮১-৪, জেনসেন ১২.২-২-৩৫-৫, নরকিয়া ৯-০-২৯-১

দক্ষিণ আফ্রিকার ২য় ইনিংসঃ ১৬৯/১০ (৫৬.২)
এরউই ২৬, এলগার ৩৬, পিটারসেন ২৩, রিকেলটন ৮, জন্ডো ১৬, মুলডার ১৪, ভেরেইন ১২, জেনসেন ৪, রাবাদা ০, মহারাজ ১৮, নরকিয়া ০*; অ্যান্ডারসন ১৫.২-৪-৩৭-২, রবিনসন ১৫-৫-৪০-২, ব্রড ১৩-২-৪৫-৩, স্টোকস ১৩-২-৩৯-৩

ইংল্যান্ডের ২য় ইনিংসঃ ৯৭/০ (১৭), লিস ৩২*, ক্রলি ৫৭*

জয়ের জন্য ইংল্যান্ডের দরকার আর ৩৩ রান।

Scroll to Top