গ্রিসের ক্রিট দ্বীপে নিয়ন্ত্রনহীন দাবানলের কারনে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। গত বুধবার ইয়ারাপেত্রা (Ierapetra) পৌরসভার নিকটবর্তী বনভূমি এবং দুর্গম পাহাড়ি এলাকায় বুধবার শুরু হওয়া এই দাবানল প্রচণ্ড বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারনে এই দাবানল স্থানীয়দের বসতবাড়ী, পর্যটকদের আবাসন এবং জ্বালানী স্টেশনসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে, দাবানলের আগুন এখন অন্তত ৬ কিমি পর্যন্ত বিস্তৃত, পাহাড়ি ভূমি, খরা পরিস্থিতি ও প্রবল বাতাস আগুন নেভানোকে আরও কঠিন করে তুলেছে। ঘন ধোঁয়া পুরো এলাকাকে ঢেকে ফেলেছে, কোথাও কোথাও দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে এসেছে। আগুনের ধোঁয়া ১০ কিমি দূরের ম্যাক্রি গিয়ালোস সমুদ্রসৈকত পর্যন্ত পৌঁছেছে।
এখন পর্যন্ত প্রায় ১,৫০০ মানুষকে বসতি ও পর্যটন এলাকা থেকে সরিয়ে ইয়ারাপেত্রায় নেওয়া হয়েছে। এদের মধ্যে প্রায় ২০০ জনকে শহরের ইনডোর স্পোর্টস এরেনায় আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া ইয়ারাপেত্রার কাছে একটি হোটেল থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। ফেরমা বং আগিয়া ফোতিয়া এলাকায় বসবাসকারী ও পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে—বাতাসের বিষাক্ততা, প্রচণ্ড তাপদাহ এবং ছাই পড়ার কারণে।
আগুন নিয়ন্ত্রন এবং উদ্ধার কাজে এখন পর্যন্ত ১৫৫ জন দমকলকর্মী, ৮টি বিশেষ পদাতিক দল ৩৮টি দমকল যান এবং চারটি হেলিকপ্টার কাজ করছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতা হিসেবে ক্রিটের সব হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে।