দাউদকান্দিতে খুঁটির সঙ্গে বেঁধে স্কুলছাত্রীকে নির্যাতন, আসামিরা ধরাছোঁয়ার বাইরে

দাউদকান্দিতে খুঁটির সঙ্গে বেঁধে স্কুলছাত্রীকে নির্যাতন, আসামিরা ধরাছোঁয়ার বাইরে

শিশুটির মা প্রথম আলোকে জানান, শেলী আক্তারের দুটি হাঁস না পেয়ে গত ১৫ নভেম্বর তাঁর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। ঝগড়ার একপর্যায়ে তাঁর শিশুকন্যাকে দিনদুপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পেটান শেলী, জিদান খান, ইমরান খান, মিনা আক্তারসহ আরও কয়েকজন। তাঁরা শিশুটিকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং নির্যাতনের ছবি-ভিডিও চিত্র ধারণ করেন। বেদম প্রহারে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

Scroll to Top