দলের ভেতরও গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে: তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

দলের ভেতরও গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে: তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করতে হবে—স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় এমনকি নিজ দলের ভেতরেও।

আজ (৯ আগস্ট) শনিবার রাজধানীর কাকরাইলস্থ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জাতীয় সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এই বক্তব্য দেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক এখন একটি ভালো পরিবর্তনের আশায় বুক বেঁধেছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ একটিবারের জন্য বুক ভরে শ্বাস নিতে পেরেছিল। আজ সাধারণ মানুষ, এমনকি নিরপেক্ষরাও বিএনপির কাছে ভালো কিছুর প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণ করতে হলে দলের ভেতর গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে।

রাষ্ট্র পুনর্গঠনে ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আড়াই বছর আগে আমরা সমমনা দলগুলোর সঙ্গে মিলে যে সংস্কারের প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম, তা আজ সর্বমহলে আলোচিত। সরকার গঠন করতে পারলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে জনগণ ও সব অংশীজনকে সঙ্গে নিয়েই।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করায় দেশের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান বলেন, একজন সন্তানের দায়িত্ববোধ থেকে আমি বাংলাদেশের চিকিৎসকদের ধন্যবাদ জানাই।

Scroll to Top