পিটিআই চেয়ারম্যান গওহর আলী খান আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের বলেন, তাঁদের আইনি দল ও তিনি নিজে এক বছরের বেশি সময় কারাগারে থাকা ইমরান খানের সঙ্গে দেখা করেন। এ সময় ইমরান খান সরকারের পক্ষ থেকে বিচার বিভাগীয় কমিশন গঠনে দেরি নিয়ে ইমরান হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, কমিশন গঠনে ব্যর্থতা মানে আলোচনা চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই।
গওহর বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা বুঝিয়ে দিয়েছেন আর কোনো ধাপের আলোচনা হবে না। সরকার ঘোষণা দিয়েও তা পালন করেনি, তাই ইমরান খান এ সিদ্ধান্ত নিয়েছেন।