দক্ষিণ সুদানের জুবা ও মালাকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট (ব্যানএফএমইউ-১০) এর ১৯৯ জন সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা পদক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা যায়।
গত বুধবার (২৭ আগস্ট) দক্ষিণ সুদানের রাজধানী জুবায় আয়োজিত এক বর্ণাঢ্য মেডেল প্যারেড অনুষ্ঠানে ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদান (আনমিস)-এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহান সুব্রামানিয়াম শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের হাতে পদক তুলে দেন।
অনুষ্ঠানে ফোর্স কমান্ডার বাংলাদেশ নৌবাহিনী সদস্যদের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রতিকূল পরিবেশ ও সংঘাতপূর্ণ এলাকা থেকেও তারা সাহস ও দক্ষতার সঙ্গে জাতিসংঘের জ্বালানি, খাদ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন নিশ্চিত করছে।
এছাড়া নীল নদের দীর্ঘ নদীপথে নিয়মিত টহল, রেকি অপারেশন, উদ্ধার তৎপরতা, ডাইভিং অপারেশনসহ জাতিসংঘ সংস্থাগুলোর নিরাপদ নৌপরিবহণ নিশ্চিত করায় বাংলাদেশের অবদান অনন্য।
২০১৫ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে। বর্তমানে আনমিসের একমাত্র মেরিন ফোর্স হিসেবে তারা নীল নদের বিস্তৃত এলাকায় কাজ করছে। ইতোমধ্যে ১৩১১ কিলোমিটার নদীপথ অতিক্রম করে ৭১টি সফল লজিস্টিক অপারেশন সম্পন্ন করেছে বাংলাদেশ কন্টিনজেন্ট।
শান্তিরক্ষা কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায়ও অবদান রেখে চলেছে। ভূমধ্যসাগরে মোতায়েনকৃত যুদ্ধজাহাজ বানৌজা সংগ্রাম দেশের পতাকা উড়িয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে।