দক্ষিণ সুদানের সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্যাট্রিক ওয়েট বলেন, রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল দক্ষিণ সুদান ব্রডকাস্টিং করপোরেশনে কাজ করা সাংবাদিকদের গত মঙ্গল ও বুধবার গ্রেপ্তার করা হয়েছে। আটক সাংবাদিকেরা হলেন ক্যামেরা অপারেটর জোসেফ অলিভার ও মোস্তফা ওসমান। ভিডিও সম্পাদক ভিক্টর লাডো, প্রদায়ক জ্যাকব বেঞ্জামিন এবং বার্তা কক্ষের চেরবেক রুবেন ও জোভাল টুম্বে। তিনি শুক্রবার বলেন, ‘আমরা উদ্বিগ্ন। কারণ, যাঁরা এখন আটক হয়েছেন, তাঁরা আইন যা বলে তার চেয়ে বেশি সময় ধরে আটক আছেন।’ আইন অনুযায়ী, আটক সন্দেহভাজন ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্য বিচারকের সামনে নিতে হবে।
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট মূত্র ত্যাগে পোশাক ভিজিয়ে ফেললেন, ছবি তোলায় আটক সাংবাদিক
- Tags : আটক, ছব, তযগ, তলয়, দকষণ, পরসডনট, পশক, ফললন, ভজয, মতর, সদনর, সবদক