দক্ষিণ কোরিয়ায় হঠাৎ সামরিক আইন জারি – DesheBideshe

দক্ষিণ কোরিয়ায় হঠাৎ সামরিক আইন জারি – DesheBideshe

দক্ষিণ কোরিয়ায় হঠাৎ সামরিক আইন জারি – DesheBideshe

সিউল, ০৩ ডিসেম্বর – এশিয়ার অর্থনৈতিক ও প্রযুক্তিগত ভাবে শক্তিশালী দেশ দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করা হয়েছে বলে প্রতিবেদন এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় গভীর রাতে প্রধান বিরোধী দলকে উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য অভিযুক্ত করে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এক টেলিভিষণ ভাষণে এ ঘোষণা দেন।

জাতির উদ্দেশে প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে একটি উদার দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার জন্য এবং রাষ্ট্রবিরোধী উপাদানগুলোকে নির্মূল করার জন্য… আমি এতদ্বারা জরুরি সামরিক আইন ঘোষণা করছি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৩ ডিসেম্বর ২০২৪



Scroll to Top