দক্ষিণ আফ্রিকার বাড়া ভাতে ছাই দিতে চায় বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বাড়া ভাতে ছাই দিতে চায় বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বাড়া ভাতে ছাই দিতে চায় বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও হারতে হয়েছে, বাংলাদেশ নারী দল পাত্তা পায়নি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। উইমেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিগার সুলতানা জ্যোতির দলের বাকি আর এক ম্যাচ। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে কঠিন সময় উপহার দিতে চায় বাঘিনীরা।

গ্রুপ ১ থেকে ৪ ম্যাচের সবকটি জিতে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। সমান দুইটি করে জয়ে ৪ পয়েন্ট নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার। শেষ ম্যাচে জিতলে দক্ষিণ আফ্রিকার পয়েন্টও হবে ৪, তবে নেট রান রেটে এগিয়ে থেকে সেমিতে উঠবে প্রোটিয়া নারীরা।

বাংলাদেশের অবশ্য হারানোর কিছু নেই। টুর্নামেন্টে এখন অব্দি কোন ম্যাচ না জেতা বাংলাদেশের আশা শেষটা জয়ে রাঙানো।

কেপ টাউনের নিউল্যান্ডসে আজ বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি। এই ম্যাচে আরাধ্য জয়টি পেতে চান জ্যোতি।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘আমরা এখনো একটা ম্যাচ জিততে পারিনি। তবে একটা সুযোগ এখনো আছে। আমরা জানি আমরা দল হিসাবে ভালো পারফর্ম করতে পারিনি। তবে ব্যক্তিগত ভাবে কেউ কেউ পারফর্ম করেছে। দল হিসাবে পারফর্ম না করলে জেতা কঠিন। আমরা ছোটখাট কিছু ভুল করেছি যার মূল্য আমাদের দিতে হয়েছে।’

‘আমরা যদি আমাদের সব ভুল থেকে শিক্ষা নিই তাহলে আমরা শেষ ম্যাচে ভালো খেলতে পারি। আমার মনে হয় দক্ষিণ আফ্রিকা চাপে থাকবে, আমরা কোনরূপ চাপে নেই। আমরা যদি চাপ ছাড়া ক্রিকেট খেলতে পারি, তাহলে আমরা ম্যাচটাতে ভালো কর‍তে পারব।’

Scroll to Top