কেপটাউন, ২৮ ফেব্রুয়ারী – দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৬ জন বাংলাদেশি মারা গেছেন। স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. তারিকুল ইসলাম জানান, দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সড়ক দুর্ঘটনার এ তথ্য জানিয়েছেন। তিনি খোঁজখবর রাখছেন।
নিহত ছয় জনের মধ্যে পাঁচজন ফেনীর বাসিন্দা। নিহতরা হলেন ফেনী সদর উপজেলার ইসমাইল হোসেন, দাগনভূঁইয়া উপজেলার মোস্তফা কামাল, রাজু আহমেদ, মো. হোসেন এবং তার ছেলে নাজিম হোসেন
নিহত পাঁচজনের মধ্যে চারজন ফেনীর বাসিন্দা। নিহতরা হলেন ফেনী সদর উপজেলার ইসমাইল হোসেন (৩২), দাগনভূঁইয়া উপজেলার মোস্তফা কামাল (৩৪), আনিসুল হক মিলন, রাজু আহমেদ (৩৮), মো. হোসেন (৪৫) এবং তার ছেলে নাজিম হোসেন (১০)।
আনিসুল হক মিলনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই রিমন মিয়াজী।
তিনি বলেন, ‘আমার বড় ভাই মিলন গত প্রায় ১৩ বছর ধরে আফ্রিকায় থাকেন। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।’
এর আগে গত বুধবার দাগনভূঞা উপজেলার জগতপুর গ্রামের মানিক আজম সজল দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। এ নিয়ে গত এক সপ্তাহে দাগনভূঞা উপজেলার তিন জনসহ ফেনী জেলার সাত জন প্রবাসী নিহত হয়েছেন।