থানা থেকে আসামি ছিনিয়ে নিল বিএনপি’র নেতা-কর্মীরা | চ্যানেল আই অনলাইন

থানা থেকে আসামি ছিনিয়ে নিল বিএনপি’র নেতা-কর্মীরা | চ্যানেল আই অনলাইন

মুন্সিগঞ্জের শ্রীনগরে থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তারের পর থানা থেকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল ১১ জানুয়ারি শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে থানার ভিতরের হাজতখানার লকআপ থেকে আসামিকে ছিনিয়ে নেয়া হয়। এসময় থানার ভিতরে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল ও অফিসার ইনচার্জ।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় বিএনপি’র যেসব নেতা কর্মীরা ছিলেন আলাদা আলোচনা করে তাদের বোঝাতে সক্ষম হয়েছিলাম।

তিনি বলেন, তবে বাহিরে যারা ছিলেন তারা আমাদের পুলিশ সদস্যদের সাথে জোরপূর্বক ভিতরে প্রবেশ করে আসামিকে লকআপ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আমাদের কাছে সিসিটিভির ফুটেজ রয়েছে।

GOVT

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। সেই সঙ্গে ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারের অভিযান শুরু করেছি।

Shoroter Joba

Scroll to Top