মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে নামার আগে দারুণ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তান এ-দল এবং স্কটল্যান্ডের বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচে জয়ে পেয়েছে টিম টাইগ্রেস। এবার লক্ষ্য মূল লড়াইয়ে ভালো খেলার। চ্যাম্পিয়ন হয়ে ওয়ানডে বিশ্বকাপে জায়গা পাকা করে ফিরতে চায় বাংলাদেশ।
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বৃহস্পতিবার থাইল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজের দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে মাঠের লড়াই।
ম্যাচের আগে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় নাহিদা আক্তার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা এখানে আসার পর দুটো অনুশীলন ম্যাচ খেলেছি। যেখানে বোলার ও ব্যাটাররা খুব ভালো পারফরম্যান্স করেছে। বৃহস্পতিবার আমাদের বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ। আশা করছি থাইল্যান্ডের বিপক্ষে ভালো একটা শুরু পাবো।’
আপাতত ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন নিগাররা। নাহিদা বললেন, ‘এখানকার উইকেটটা বোলারদের জন্য বেশ চ্যালেঞ্জিং। আমি মনে করি আমাদের এই চ্যালেঞ্জটা নেয়া উচিত। চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলে দলের জন্য সেটা ভালো হবে। আশা করি ম্যাচটা দারুণ হবে। আমরা ভালোভাবে খেলে চ্যাম্পিয়ন হয়েই যেন দেশে ফিরতে পারি।’
ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের সামনে আছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান-আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড।
আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ তারিখ। প্রতিপক্ষ থাইল্যান্ড। ১৩ এপ্রিল প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ তারিখে স্কটল্যান্ড, ১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।