ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় সরকারের নিন্দা

ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় সরকারের নিন্দা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলা হয়, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযানও চালিয়েছে। পুড়ে যাওয়া ঘরবাড়ি পুনঃনির্মাণে সর্বাত্মক সহযোগিতা করতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে

আজ সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার গ্রামটি পরিদর্শনে যাবেন। বান্দরবান থানা পুলিশঘটনাস্থলে তাদের কর্মকর্তাদের পাঠিয়েছে। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

GOVT

Shoroter Joba

Scroll to Top