Last Updated:
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য পঞ্চদশ অর্থ কমিশন ৪৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও, ১০০টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য আরও ৩০ কোটি বরাদ্দ করা হয়েছে।

রাজ্যে চিকিৎসা পরিষেবার সামগ্রিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বর্তমান সরকার। উত্তর পূর্বাঞ্চল-সহ সারা দেশে একটা বিশেষ স্থান করে নিয়েছে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) হাসপাতাল। বর্তমানে এখানে সফলভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। আগামী দিনে এই হাসপাতালে লিভার ও হার্ট ট্রান্সপ্লান্ট করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া আগরতলা সরকারি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি কোর্স চালু করার উদ্যোগ নেওয়া হবে। আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের ২১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা জানান, বর্তমানে রাজ্যে প্রায় ৪০০টি এমবিবিএস এর আসন রয়েছে। ডেন্টাল কলেজে আসন রয়েছে ৬৩টি। ত্রিপুরা মেডিক্যাল কলেজে ১০০টি আসন রয়েছে। আরো ৫০টি আসনের জন্য আবেদন করেছে তারা। এজিএমসি তথা আগরতলা সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস এর আসন রয়েছে ১৫০টি। শুরুতে এর আসন সংখ্যা ছিল ১০০টি। ২০১৯ এ ২৫টি আসন বৃদ্ধি করা হয়। ২০২৪ – ২৫ এ আরও ২৫টি আসনের অনুমোদন দেওয়া হয়। পরিকাঠামো বৃদ্ধি করা সম্ভব হলে আসন সংখ্যা আরও বৃদ্ধি করা যাবে।
মুখ্যমন্ত্রী জানান, ডাক্তারি পাশ করা অধিকাংশকে রাজ্যের বিভিন্ন গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে নিযুক্ত করা হয়েছে। এতে চিকিৎসা পরিষেবায় অনেক গতি এসেছে। আগের মতো ম্যালেরিয়া, ডায়রিয়া ইত্যাদি রোগের প্রাদুর্ভাব অনেক কমেছে। ২০১১ সালে এজিএমসিতে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু করা হয়েছিল। পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে এখন ৮৯টি আসন রয়েছে। এরমধ্যে রাজ্য ও কেন্দ্রের আসন ৫০% করে বরাদ্দ করা হয়। গত ৯ বছরে ৩৯১ জন পোস্ট গ্র্যাজুয়েট কোর্স সম্পন্ন করেছেন। এজিএমসিতে সুপার-স্পেশালিটি কোর্স চালু করার জন্য চিন্তাভাবনা নেওয়া হচ্ছে। রাজ্য সরকার হসপিটাল ম্যানেজমেন্ট এর উপর কোর্স চালু করার উদ্যোগ নিয়েছে। এজন্য দিল্লির এইমসের সঙ্গে আলোচনা হয়েছে। জিবি হাসপাতালে বর্তমানে ১৪১৩টি শয্যা রয়েছে। আরো ১০০টি শয্যা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, এজিএমসিতে এখন পর্যন্ত তিনটি কিডনি ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন করা হয়েছে। লিভার ট্রান্সপ্লান্ট এর জন্য মোহন ফাউন্ডেশনের সঙ্গে আলোচনা হচ্ছে। এছাড়াও হার্ট ট্রান্সপ্লান্ট এর চিন্তাভাবনা করা হচ্ছে। টেলিমেডিসিন পরিষেবা চালু করার জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে। সবমিলিয়ে রাজ্যেই যাতে সব ধরণের চিকিৎসা পরিষেবা প্রদান করা যায় এবং রোগীদের যাতে বাইরে যেতে না হয় সেই ব্যবস্থা করছে রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য পঞ্চদশ অর্থ কমিশন ৪৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও, ১০০টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য আরও ৩০ কোটি বরাদ্দ করা হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 03, 2025 2:09 PM IST