তৃতীয় ওয়ানডেতে নেই তাসকিন, স্কোয়াডে খালেদ-আফিফ | চ্যানেল আই অনলাইন

তৃতীয় ওয়ানডেতে নেই তাসকিন, স্কোয়াডে খালেদ-আফিফ | চ্যানেল আই অনলাইন
তৃতীয় ওয়ানডেতে নেই তাসকিন, স্কোয়াডে খালেদ-আফিফ | চ্যানেল আই অনলাইন

পেটের পীড়ার কারণে তাসকিন আহমেদ ছিটকে গেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দল থেকে। তার জায়গায় নেয়া হয়েছে খালেদ আহমেদকে। আরও যোগ করা হয়েছে ব্যাটার আফিফ হোসেনকে।

সিরিজ বাঁচিয়ে রাখার ম্যাচের জন্য বাংলাদেশ দল এখন ১৫ সদস্যের। মঙ্গলবার দুপুর ২টায় শের-ই-বাংলা স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচ।

Bkash July

প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় পায় সফরকারীরা।

২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জেতেনি নিউজিল্যান্ড। ধারাবাহিকতা ধরে রাখতে জয়ের বিকল্প নেই টাইগারদের। যদিও সিরিজ জয়ের সুযোগ নেই। আছে সমতায় (১-১) সিরিজ শেষ করার সুযোগ।

Reneta June

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল:  নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, আফিফ হোসেন, মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

I Screen Ami k Tumi