ফজরের নামাজের পর শুরু হওয়া বয়ান শেষ হবে সকাল ১০টার দিকে। এরপর তালিম শেষে জোহর, আসর ও মাগরিবের নামাজের পর ধাপে ধাপে চলবে বয়ান। এর মাঝের সময়টাতে মুসল্লিরা ব্যস্ত থাকবেন তাবলিগ জামাতের নিজেদের মধ্যে ইসলামি আলোচনা, জিকির-আসগার ও অন্যান্য কাজকর্মে
কথা হয় খুলনার ডুমুরিয়া এলাকার তাবলিগের সাথি ইদ্রিস আলীর (৬১) সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, এবার দুই ধাপে ইজতেমা হওয়ায় মাঠে মুসল্লিদের ভিড় কম। তাই তাঁদের গোসল, রান্না, খাওয়া বা আনুষঙ্গিক কাজ সহজ হয়েছে। তবে সব জেলার মুসল্লি না থাকায় এবার পরিচিত অনেকের সঙ্গেই দেখা হয়নি।