স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৫ ১০:১৭
গত এক দশকে দিল্লির বায়ুদূষণ আলোচনার জন্ম দিয়েছে বিশ্বজুড়ে। বিশেষ করে নভেম্বরে সেই দূষণ পৌঁছে যায় চরম মাত্রায়। অথচ ২০২৫ সালে সেই মাসেই এবার দিল্লিতে টেস্ট খেলতে নামতে ভারত ও দক্ষিণ আফ্রিকা! এমন সূচি প্রকাশের পর থেকেই সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আগামী ১৪ নভেম্বর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। গত বছরের নভেম্বরে সরকারি হিসেবে দিল্লির একিউআই ছিল ৯৯৯, বায়ুমানের হিসেবে যা মারাত্মক ধরা হয়। তবে বায়ুমান বিষয়ক সুইস প্রযুক্তি কোম্পানি আইকিউএয়ারের হিসাবে সেদিন দিল্লির একিউআই ছিল ১৬০০!
সেই সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়াও ছিল বারণ। মূলত পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে কৃষিজমিতে নাড়া ও খড় পোড়ানোর কারণে দিল্লির দূষণ অতিরিক্ত মাত্রা ধারণ করে।
দিল্লির এই বায়ুদূষণ প্রভাব ফেলেছে ক্রিকেটেও। ২০১৬ সালের নভেম্বরে দিল্লির রঞ্জি ট্রফির দুটি ম্যাচ বাতিল করা হয়েছিল দূষণের কারণে। ২০১৭ সালে ভারত-শ্রীলংকা ম্যাচে লংকান ক্রিকেটাররা মাস্ক পরে খেলতে নেমেছিলেন। দূষণের কারণে বেশ কয়েকবার খেলা বন্ধও রাখতে হয়েছে।
২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে টি-২০ ম্যাচের সময় দুই বাংলাদেশি ক্রিকেটার মাঠেই বমি করেই। ২০২৩ সালের বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ ছিল এই দিল্লিতে। সেবারও দূষণের কারণে অনুশীলন বাতিল করেছিল বাংলাদেশ দল। নানা ব্যবস্থা নেওয়ার পর অবশেষে মাঠে গড়াতে পেরেছে ম্যাচটি।
এত ঘটনার পরেও কেন নভেম্বরে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের ভেন্যু হিসেবে দিল্লিকে বেছে নেওয়া হয়েছে, সে নিয়েই উঠেছে প্রশ্ন। বিসিসিআইয়ের সচিব দেভজিত সাইকিয়া ইন্ডীয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, দূষণ নিয়ে ভাবছেন না তারা, ‘আমরা সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। দূষণ তো আর প্রতিবছর থাকে না।’
দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অশোক শর্মা বলছেন, নভেম্বরে দিল্লি স্টেডিয়ামের দূষণ তেমন মারাত্মক থাকে না, ‘ম্যাচের সময় যেন ক্রিকেটাররা স্বস্তিতে থাকে, এজন্য সব ব্যবস্থা নেওয়া হবে। অরুন জেটলি স্টেডিয়ামে অনেক খোলা জায়গা আছে, চারপাশে সবুজের সমারহ। অন্য এলাকার চেয়ে এখানে দূষণ কম। দিল্লিতে অনেকদিন ধরেই টেস্ট হচ্ছে না। এজন্যই বিসিসিআই এখানে ম্যাচটি রেখেছে। ডিসেম্বরের চেয়ে নভেম্বরে দূষণ কম থাকে।’
সারাবাংলা/এফএম
দিল্লি
বায়ুদূষণ
ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট