তীব্র ঠাণ্ডায় জমে গেছে কাশ্মীরের ডাল লেক | চ্যানেল আই অনলাইন

তীব্র ঠাণ্ডায় জমে গেছে কাশ্মীরের ডাল লেক | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

হাড় কাঁপানো শীতে কাঁপছে ভূস্বর্গ খ্যাত কাশ্মীর। তীব্র ঠাণ্ডায় জমে গেছে অঞ্চলটির অন্যতম পর্যটন আকর্ষণ ডাল লেকের পানি। 

এনডিটিভি জানিয়েছে, শনিবার রাতে শ্রীনগরের তাপমাত্রা মাইনাস ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় যা ১৯৭৪ সালের পর সর্বনিম্ন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, রোববার (২২ ডিসেম্বর) সকালে খুবই ঠাণ্ডা পড়েছে এবং দেখতে পাচ্ছি ডাল লেক জমে গেছে। আজকের তাপমাত্রা মাইনাস ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু লেকই নয়, প্রবল ঠাণ্ডার কবলে পড়ে অঞ্চলটির বিভিন্ন এলাকার পাইপ লাইনের পানি, এমনকি মোটরও জমে গেছে। এতে স্বাভাবিক পানি সরবরাহে জটিলতা দেখা দিয়েছে।

এছাড়া, তীব্র শৈত্যপ্রবাহের কারণে চলাফেরা কঠিন হয়ে পড়েছে। এমনকি গত পাঁচ দশকের মধ্যে কাশ্মীরের শ্রীনগরে এ বছর সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়েছে। অঞ্চলটিতে আগত পর্যটকরা বরফ দেখার আশায় খুশি হলেও ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

GOVT

ভারতের আবহাওয়া বিভাগ জানায়, কাশ্মীরে শীতের প্রকোপ আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত থাকবে। সেই সঙ্গে প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।

Shoroter Joba

Scroll to Top