তিন বছর পর উইলিয়ামসের ব্যাটে সেঞ্চুরি

তিন বছর পর উইলিয়ামসের ব্যাটে সেঞ্চুরি

২০২৪ সালের শেষ সপ্তাহে এসে বছরের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে জিম্বাবুয়ে। তাও নিজেদের মাঠে বক্সিং ডেতে। শুরুর দিনটা অবশ্য ভালোই কেটেছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৬৩ রান নিয়ে দিন শেষ করেছে জিম্বাবুয়ে।

জুলাইয়ের পর টেস্ট খেলতে নামা জিম্বাবুয়েকে প্রথম দিনে স্বস্তিময় সমাপ্তি এনে দিয়েছেন শন উইলিয়ামস। ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান দিন শেষে অপরাজিত ১৪৫ রানে। তাঁর সঙ্গে ৫৬ রান নিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক ক্রেইগ আরভিন।

Scroll to Top