তিন দিনে সাড়ে ৬ লাখ ঘনফুট সাদাপাথর স্বেচ্ছায় জমা দিয়েছেন লোকজন

তিন দিনে সাড়ে ৬ লাখ ঘনফুট সাদাপাথর স্বেচ্ছায় জমা দিয়েছেন লোকজন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক প্রতিবেদনে কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নাম থাকায় কোনো চাপ অনুভব করছেন কি না, এক সাংবাদিক এমন প্রশ্ন করেন। জবাবে জেলা প্রশাসক বলেন, ‘অ্যান্টি করাপশন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারা আলাদাভাবে কাজ করছেন এবং তাঁরা সেটা দেখবেন, তদন্ত করবেন, তাঁরা সেই অনুযায়ী নিজেদের কাজ করবেন। এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই।’

গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়কালে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানও ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘সাদাপাথরসহ প্রতিটি স্পটে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। যাঁরা লুটের সঙ্গে জড়িত, অভিযানের স্বার্থে তাঁদের নাম বলছি না। আপাতত ডিটেইলস না বললে ভালো হয়। তবে দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

এদিকে সাদাপাথর লুটের ঘটনায় গঠিত মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি আজ সকালে সাদাপাথর এলাকা পরিদর্শন করেছে। পাঁচ সদস্যের এই কমিটির নেতৃত্বে আছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভীন। তদন্তকারী দলের সদস্যরা স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তবে তাঁরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলেননি।

Scroll to Top