তিন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ট্রাম্পের থেকে এগিয়ে কমলা হ্যারিস | চ্যানেল আই অনলাইন

তিন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ট্রাম্পের থেকে এগিয়ে কমলা হ্যারিস | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের এখনও তিন মাস বাকি । তবে তার আগেই রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিলেন ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। এক জনমত সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের তিনটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে জনপ্রিয়তায় তিনি  পেছনে ফেলেছেন ট্রাম্পকে।

তিন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ট্রাম্পের থেকে এগিয়ে কমলা হ্যারিস | চ্যানেল আই অনলাইন

নিউইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজ যৌথভাবে একটি জনমত সমীক্ষা করেছিল ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত। যেখানে ১৯৭৩ জন ভোটারের সঙ্গে কথা বলে দেখা গেছে, ট্রাম্পের থেকে অন্তত চার শতাংশ বেশি জনমত রয়েছে কমলা হ্যারিসের পক্ষে।

যে তিনটি অঙ্গরাজ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল সেগুলো হল উইসকনসিন, পেনসিলভেনিয়া এবং মিশিগান। তিনটি অঙ্গরাজ্যই যুক্তরাষ্ট্রের ভোটের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওই তিন অঙ্গরাজ্যের ভোটাররা অনেক সময়ই তাদের মতামত বদল করে থাকেন। তাই এই তিন অঙ্গরাজ্যকে ‘সুইং স্টেট’ বলা হয়। সমীক্ষায় ওই তিন অঙ্গরাজ্যেই কমলা হ্যারিসের এগিয়ে থাকাকে ডেমোক্র্যাটদের জন্য ইতিবাচক বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশেষজ্ঞরা। যার জেরে কিছুটা আত্মবিশ্বাসের হাওয়া বইতে শুরু করেছে ডেমোক্র্যাট শিবিরেও।

কিছুদিন আগেও যখন জো বাইডেন ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, তখন তার জেতার সম্ভাবনা একরকম ছিল না বলেই বিভিন্ন বিশেষজ্ঞদের কথায় ইঙ্গিত মিলেছিল। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে বাইডেনের বিভ্রান্তিমূলক কথাবার্তা আরও বিপদে ফেলছিল ডেমোক্র্যাটদের। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞও বলছিলেন, এবার ভোটে রিপাবলিক প্রার্থী ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেশি।

যদিও রাজনীতিবিদদেরই একাংশ বলছে, ভোটের যেহেতু এখনও তিন মাস বাকি, তাই এই ফলাফল দেখে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।

Scroll to Top