তিনদিন পরে ইনভেসিভ ভেন্টিলেশনের বাইরে বুদ্ধদেব, স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী

তিনদিন পরে ইনভেসিভ ভেন্টিলেশনের বাইরে বুদ্ধদেব, স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী

কলকাতা:  আপাতত স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সোমবার সন্ধ্যায় হাসপাতালের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে। তিন দিন পর ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।  এখনও মেকানিক্যাল ভেন্টিলেটরে রয়েছেন বুদ্ধবাবু।

তিনদিন পরে ইনভেসিভ ভেন্টিলেশনের বাইরে বুদ্ধদেব, স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী

গত ২৯ জুলাই তীব্র শ্বাসকষ্ট নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ রাজনীতিবিদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।বুদ্ধদেবের চিকিৎসায় গঠন করা হয় মেডিক্যাল বোর্ড। ওই দলে রয়েছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী (মেডিসিন), সৌতিক পাণ্ডা (ক্রিটিক্যাল কেয়ার), সুস্মিতা দেবনাথ (ক্রিটিক্যাল কেয়ার), সরোজ মণ্ডল (হৃদ্‌‌রোগ বিশেষজ্ঞ), অঙ্কন বন্দ্যোপাধ্যায় (ইন্টারনাল মেডিসিন এবং পালমনোলজি), ধ্রুব ভট্টাচার্য (ইন্টারনাল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার), আশিস পাত্র (অ্যানাস্থেশিয়া), দীপনারায়ণ মুখোপাধ্যায় (ইনফেকশাস ডিজ়িজ স্পেশালিস্ট), সেমন্তী চক্রবর্তী (এন্ডোক্রিনোলজি), সোমনাথ মাইতি (জেনারেল মেডিসিন), সপ্তর্ষি বসু (ফিজিশিয়ান এবং সুপার), দীপনারায়ণ মুখোপাধ্যায় (ইনফেকশাস ডিজ়িজ স্পেশালিস্ট) এবং সেমন্তী চক্রবর্তী (এন্ডোক্রিনোলজি)।

বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসের সিটি স্ক্যান করা হয় সোমবার৷ সেই স্ক্যানের রিপোর্টে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নতুন করে বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসের সংক্রমণ আর বাড়েনি৷ অর্থাৎ যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়েছিল, তা কাজ করছে বলেই মনে করছেন চিকিৎসকরা৷

এর পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের বেশ কয়েকটি রুটিন রক্তপরীক্ষাও করা হয়েছে আজ৷ সেই পরীক্ষার ফলাফলও খতিয়ে দেখবেন চিকিৎসকরা৷ এর মধ্যে রক্তে সি রিয়্যাক্টিভ প্রোটিনের মাত্রাও পরীক্ষা করে দেখা হয়েছে আজ৷ মোটের উপর রিপোর্ট ইতিবাচক।

Published by:Rachana Majumder

First published:

Tags: Buddhadeb Bhattacharya

Scroll to Top