তাসমানিয়া টাইগার্সের কাছে ৫ উইকেটে হারল আকবর-আফিফরা – Allrounder BD

তাসমানিয়া টাইগার্সের কাছে ৫ উইকেটে হারল আকবর-আফিফরা – Allrounder BD

টপ ইন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ হাইপারফর্ম্যান্স দল। একদিন পরেই মুদ্রার উল্টো পিঠ দেখলেন আফিফ হোসেন ধ্রুব-পারভেজ হোসেন ইমনরা। তাসমানিয়া টাইগার্সের কাছে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে এইচপি।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে এইচপি। ওপেনিংয়ে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন জিসান আলম ও তানজিদ হাসান তামিম। একপ্রান্তে জিসান আক্রমণাত্মক ব্যাট করলেও খুব একটা সাবলীল ছিলেন না তামিম।

রান আউটের হতাশা নিয়ে ফিরতে হয়েছে তামিমকে। প্যাভিলিয়নে ফেরার আগে ২৯ বলে ২৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ ওপেনার। তামিম ফেরার এক বল পরেই আউট হয়েছেন জিসান। তুলে মারতে গিয়ে শট মিডউইকেটে ক্যাচ দেওয়ার আগে ২৩ বলে খেলেছেন ৩৮ রানের ইনিংস।

এইচপির হয়ে ২৯ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেছেন পারভেজ হোসেন ইমন

তিনে নেমে দারুণ খেলেছেন ইমন। তরুণ এ ব্যাটার খেলেছেন ২৯ বলে ৩৯ রানের ইনিংস। যা এইচপির হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান। ১৭ বলে ২০ রানের ইনিংস খেলেছেন আকবর আলী।

তাসমানিয়া টাইগার্সের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে দুটি উইকেট শিকার করেছেন বেল।

রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি তাসমানিয়া। দলীয় ৩৫ রানের মধ্যে দুই উইকেট হারায় তারা। তবে তাসমানিয়াকে ম্যাচে রাখেন চালি ওয়াকিম ও জ্যাক ডোরান। শুরুতে রিপন মন্ডল-আলিস আল ইসলামদের দেখেশুনে খেলেছেন। তবে একপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন ডোরান।

২৬ বলে ২৫ রান করা ওয়াকিমকে ফিরিয়ে এইচপিকে ব্রেক-থ্রু এনে দেন আবু হায়দার রনি। তবে ডোরানকে থামাতে পারেনি রাকিবুল ইসলামরা। এইচপির হাত থেকে জয় ছিনিয়ে নিয়েই মাঠ ছেড়েছেন তিনি। তার আগে খেলেছেন ৩৭ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৭১ রানের অপরাজিত ইনিংস।

এইচপির হয়ে ৩.৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রাকিবুল।

Scroll to Top