লকি ফার্গুসনের নেতৃত্বে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দল। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্স রুমে ঢুকতেই গণমাধ্যমকর্মীদের ভিড় দেখে কিছুটা অবাকই হলেন কিউই অধিনায়ক। এরপর তাসকিন আহমেদকে নিয়ে স্মৃতি রোমন্থন করলেন। প্রথমবার বাংলাদেশে খেলতে এসে রোমাঞ্চিত ফার্গুসন। এবার তিনি অপেক্ষায় মাঠের চ্যালেঞ্জ নেওয়ার জন্যে।
বাংলাদেশের পেস ইউনিট এখন বিশ্বজুড়েই প্রশংসিত। তাসকিন, মুস্তাফিজ, শরিফুলদের হাতে দেখা হচ্ছে বিশ্বজয়ের স্বপ্ন। একসময় স্পিন আক্রমণে রাজত্ব চালাতো বাংলাদেশ। এখনও আরও শক্তিশালী হয়েছে পেস আক্রমণ। বাংলাদেশের পেসারদের উন্নতি দেখে মুগ্ধ হয়েছেন কিউই অধিনায়ক লকি ফার্গুসন।
টাইগার পেসারদের প্রশংসা করার সঙ্গে তাসকিনকে নিয়েও স্মৃতি রোমন্থন করলেন ফার্গুসন,
‘যখন কোনো দলের পেসার উঠে আসে এটা রোমাঞ্চকর। আমি বাংলাদেশে যেটুকু দেখেছি, পেসারদের জন্য তেমন অগ্রগতি থাকে না। যাইহোক, এমন উইকেটও আছে যেখানে ক্যারি থাকে। কিন্তু তাসকিন যখন শেষবার নিউজিল্যান্ড গিয়েছিল তখন তার সঙ্গে কথা হয়েছে। আমরা অভিজ্ঞতা ভাগাভাগি করেছি কীভাবে দ্রুত বল করতে হয় এ নিয়ে।’
নিউজিল্যান্ড দল এর আগে বেশ কয়েকবার বাংলাদেশে সিরিজ খেলে গেলেও লকি ফার্গুসনের এদেশে আগমন এই প্রথম। রোমাঞ্চিত ফার্গুসন এখানকার কন্ডিশনের চ্যালেঞ্জ নিতেও মুখিয়ে আছেন,
‘এখানে আসতে পেরে খুব খুব রোমাঞ্চিত। প্রথমবার বাংলাদেশে এলাম। ইংল্যান্ডে যেমন কন্ডিশন থেকে এসেছি, তার চেয়ে আলাদা। কিন্তু আমি উপমহাদেশে খেলতে পছন্দ করি, খুব ভালো চ্যালেঞ্জ। আর অবশ্যই বাংলাদেশ তাদের ঘরের মাঠে খুব ভালো দল।’
তিনটি ওয়ানডে যথাক্রমে ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর শের–ই–বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দিবারাত্রির, শুরু হবে বেলা ২টা থেকে।