তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যাচ্ছে রাশিয়া | চ্যানেল আই অনলাইন

তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যাচ্ছে রাশিয়া | চ্যানেল আই অনলাইন

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যাচ্ছে রাশিয়া। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় এই বিষয় সংক্রান্ত একটি আইন পাসের পক্ষে ভোট দিয়েছেন আইনপ্রণেতারা।

রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সংসদ এ সংক্রান্ত আইনের পক্ষে ভোট দিয়েছে। এর ফলে নিষিদ্ধ তালিকা থেকে তালেবান বাদ হলে স্বীকৃতিও দেওয়ার পথ তৈরি হবে। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ডুমায় তিনটি প্রয়োজনীয় ধাপের প্রথমটিতে বিলটি অনুমোদন হয়েছে।

২০২১ সালে আফগানিস্তানে পশ্চিমা–সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান। চরম বিশৃঙ্খলার মধ্যে বিদেশি সেনারা দেশ থেকে প্রত্যাহার করলে তালেবান ক্ষমতায় আসে। এরপর থেকে বিশ্বব্যাপী কোনো দেশই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

তবে, রাশিয়া ধীরে ধীরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে। গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে মিত্র হিসেবে উল্লেখ করেন।

GOVT

রাশিয়া তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার পথে হাঁটলেও পুরো উল্টো চিত্র পশ্চিমা শিবিরে। পশ্চিমা কূটনীতিকদের দাবি, আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিসরে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে তালেবানের সামনে বাধা নারীদের অধিকার নিয়ে তাদের অবস্থান। আফগানিস্তানে নারীদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুরুষ অভিভাবক ছাড়া তাদের ঘরের বাইরে চলাফেরার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

shoroterjoba

Scroll to Top