তালিমের উদ্যোগে ‘প্রোডাক্টিভ রামাদান এন্ড ইফেক্টিভ যাকাত’ কর্মশালা | চ্যানেল আই অনলাইন

তালিমের উদ্যোগে ‘প্রোডাক্টিভ রামাদান এন্ড ইফেক্টিভ যাকাত’ কর্মশালা | চ্যানেল আই অনলাইন

রাজধানীর মোহাম্মদপুর রিং রোডস্থ সংলগ্ন চিলিস থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টে তালিম এর উদ্যোগে সৃজনশীল রমজান ও কার্যকরী যাকাত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) দারিদ্র্য বিমোচনে যাকাতের কার্যকরী ভূমিকা পালনে সমাজে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উপাধ্যক্ষ মুফতি এ কে এম ফজলুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইব্রাহীম খলিল, প্রথম আলোর ধর্মীয় কলামিস্ট শায়খ মুহাম্মদ উসমান গণী, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, উপসচিব (অব) এম মুহিত চৌধুরী, নিরাপদ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান সাবেরা শারমীন হক, বাংলাদেশ সরকারের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট ইবরাহীম খলিল, বাংলাদেশে ই-কমার্সের জনক মুন্সী গিয়াস উদ্দীন, লেখক ও অর্থনীতিবিদ আনওয়ার এম হুসাইন, তরুণ ইসলামিক স্কলার শাহাদাত আলী হুসাইন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট লোকমান হোসাইন।

কর্মশালায় বক্তারা বলেন, মানুষ ধীরেধীরে সচেতন হচ্ছে, পরিকল্পনামাফিক যাকাত প্রদানের প্রতি উৎসাহের পাশাপাশি দারিদ্র্যতা বিমোচনে যাকাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এমন উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে। সমাজ সচেতনতামূলক এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে সচেষ্ট থাকবেন বলে আশা প্রকাশ করেন তালিম এর সংগঠকরা।

Scroll to Top