গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১ নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়নের ভারতের সীমান্তবর্তী মংলাবাজারে ঘটনাটি ঘটেছে।
১৪ মার্চ দুপুরে জুমার নামাজের সময় উপজেলার মংলাবাজারে সুমি গার্মেন্টস অ্যান্ড টেলিকম নামক একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিক আবদুর রাজ্জাক হাকিমপুর থানায় একটি এজাহার দায়ের করেন। ওই চুরির সঙ্গে জহুরুল হক জড়িত বলে জানান তাঁর স্ত্রী। এ তথ্য ফাঁসের পর জহুরুল হক ও ঘটনার সঙ্গে জড়িত তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মংলাবাজারের আফতাব উদ্দিনের ছেলে জহুরুল হক, একই ইউনিয়নের সাতকুড়ি গ্রামের খলিলুর রহমানের ছেলে সাহাজুল ইসলাম (২৬) এবং নওদাপাড়া বিলেরপাড় এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। গ্রেপ্তার তিনজনই দীর্ঘদিন ধরে মাদকসেবন ও বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।