তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহবাগে ছাত্রদলের সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিভেদ, প্রতিহিংসা আর কথামালার রাজনীতি নয়; জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের রাজনীতি করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, প্রতিটি ক্ষেত্রে দক্ষ হতে হবে।