তামিমকে কবে বাসায় নেয়া হবে জানালেন আকরাম খান | চ্যানেল আই অনলাইন

তামিমকে কবে বাসায় নেয়া হবে জানালেন আকরাম খান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মঙ্গলবার রাতে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তামিম ইকবালকে। বর্তমানে অনেকটা স্থিতিশীল আছেন বাংলাদেশর সাবেক অধিনায়ক। আশা করা যাচ্ছে, দুই-তিনদিন পরে বাসায় যেতে পারবেন তামিম। পাশাপাশি বিদেশে নেয়া হবে টাইগার ওপেনারকে।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রদর্শনী ম্যাচের পর তামিম ইকবালের চাচা ও বিসিবি পরিচালক আকরাম খান বিষয়টি জানিয়েছেন। সাবেক ক্রিকেটারকে জানানো হয়েছিল তামিম আর নেই। সংকটময় সেই মুহুর্তটি স্মরণে এনে আকরাম বললেন, ‘আমাকে বলা হয়েছিল, তামিম আর নেই। মুহূর্তের মধ্যে মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। তখনই রওনা দিলাম, কিন্তু পথ যেন শেষ হচ্ছিল না। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল, সব ঠিক তো?’

;

তামিমের স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানিয়ে আকরাম বললেন, ‘এভারকেয়ারে সে পর্যবেক্ষণে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দুই-তিনদিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।’

তামিমকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হবে বলেও জানান আকরাম। বলেছেন, ‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, রিং লাগানো হয়ে গেছে। কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হবো। টেনশনটা রাখতে চাচ্ছি না।’

সোমবার বিকেএসপিতে মাঠে থাকতে হার্ট অ্যাটাক হয় তামিমের। দ্রুত কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানে এনজিওগ্রাম করলে হার্টে ব্লক ধরা পড়ে। পরে রিং পরানো হয়। ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে পরিবারের ইচ্ছায় ঢাকায় আনা হয় তাকে।

Scroll to Top