তানভীর-মিরাজদের সামলাতে যে পরিকল্পনা লঙ্কানদের | চ্যানেল আই অনলাইন

তানভীর-মিরাজদের সামলাতে যে পরিকল্পনা লঙ্কানদের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

তানভীর ইসলামের স্পিনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পরাস্ত হয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশেরে ১৬ রানের জয়ে ৫ উইকেট শিকার করেছেন এই অফ স্পিনার। পাশাপাশি শামীম হোসেন পাটোয়ারী ও মেহেদী হাসান মিরাজও ভালো বল করছেন। টাইগার স্পিনারদের দুরন্ত পারফর্ম ভাবাচ্ছে লঙ্কানদের। আর সেকারণে তৃতীয় ও শেষ ওয়ানডের আগে বেশ সতর্ক স্বাগতিকরা।

মঙ্গলবার ক্যান্ডির পাল্লেকেলেতে বাংলাদেশ সময় বিকেল তিনটায় সিরিজের শেষ ওয়ানডেতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তার আগেরদিন সংবাদ সম্মেলনে এসে সতর্কতার বিষয়টি জানান শ্রীলঙ্কার সহকারী কোচ থিলিনা কান্দাম্বে। বলেছেন, ‘কলম্বোর চেয়ে ভিন্ন উইকেট এখানে। আমরা এ বিষয়ে (স্পিন সামলানো) আলোচনা করেছি।’

‘মাঝের ওভারে তারা বেশ ভালো বল করেছে, ৩ জন স্পিনারই। আমরা আলোচনা করেছি, কী কী অপশন আমাদের হাতে আছে সেই সময়টা উতরে যাওয়ার জন্য। ট্রেনিংয়ে আজকে চেষ্টা থাকবে সেসব প্ল্যান কাজে লাগানোর।’-যোগ করেন তিনি।

পাল্লেকেলের উইকেট নিয়ে কিছুটা ধারণা দিয়েছেন থিলিনা। বলেছেন, ‘সাধারণত এখানে কলম্বোর চেয়ে বেশি সহায়তা থাকে ব্যাটারদের জন্য। বাউন্স এবং পেস সমান থাকে। আমরা এটাই আশা করছি। ক্যান্ডিতে গত ১২ মাসে ভালো ব্যাটিং উইকেট ছিল। আশা করছি পরের ম্যাচেও ব্যাটিং সহায়ক হবে।’

Scroll to Top