তরুণদের জন্য সেনাবাহিনীতে কাজ করা বাধ্যতামূলক করেছে মিয়ানমার | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

মিয়ানমারের জান্তা সরকার দেশের তরুণদের জন্য সামরিক পরিষেবা বাধ্যতামূলক ঘোষণা করেছে।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Bkash

শনিবার ১০ ফেব্রুয়ারি মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সী সমস্ত পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সী নারীদের অবশ্যই দুই বছর পর্যন্ত সামরিক পরিষেবা দিতে হবে।

রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, ৪৫ বছর বয়সী বিশেষজ্ঞ ডাক্তারদের অবশ্যই তিন বছর পরিষেবা দিতে হবে। চলমান জরুরি অবস্থার পরিস্থিতিতে পরিষেবাটি মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।

Reneta June

২০২১ সালের অভ্যুত্থানে নির্বাচিত সরকারের কাছ থেকে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর মিয়ানমারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। গত অক্টোবর মাস থেকে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীর পাশাপাশি জান্তা বিরোধী গণতন্ত্রপন্থী জোটের সৈন্যরা সংঘর্ষ করে যাচ্ছে। ১৯৬২ সালে সাবেক ব্রিটিশ উপনিবেশে প্রথম ক্ষমতা গ্রহণের পর থেকে মিয়ানমারে সামরিক বাহিনীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন এক সাক্ষাৎকারে রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, জাতিকে রক্ষা করার দায়িত্ব এখন শুধু সৈন্যদের না এটি এখন থেকে সকল নাগরিকেরও দায়িত্ব। তাই আমি সকলকে জনগণের সামরিক পরিষেবা আইন অনুসরণ করতে বলতে চাই।

Scroll to Top