তফসিল ঘোষণা হলে সারাদেশে মিছিলের নির্দেশ আ. লীগের

তফসিল ঘোষণা হলে সারাদেশে মিছিলের নির্দেশ আ. লীগের

তফসিল ঘোষণা হলে সারাদেশে মিছিলের নির্দেশ আ. লীগের

নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে স্বাগত জানিয়ে সারাদেশে মিছিল করার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেন দলটির কেন্দ্রীয় নেতারা।

এরপর কেন্দ্র থেকে জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে এ নিয়ে নির্দেশনা দেয়া হয়। তৃণমূলের প্রতি কেন্দ্র থেকে আওয়ামী লীগের দেয়া বার্তায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকে স্বাগত জানিয়ে নৌকার প্রচারণা চালিয়ে বড় ধরনের মিছিল করার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে, নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানী ঢাকার প্রতিটি ওয়ার্ড-থানায় মিছিল করার নির্দেশ দিয়েছে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

/এমএন

Scroll to Top