ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তরুণদের নেতৃত্ব ও পেশাগত উন্নয়নে সামাজিক মাধ্যমের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ডট ইনিশিয়েটিভ ও অ্যাস্পায়ার ইন্সটিটিউট এই কর্মশালার আয়োজন করে।
এই কর্মশালায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রথম সেশনটি পরিচালনা করেন ই-পাঠশালা বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন খান। তিনি লিংকডইন প্রোফাইল ব্যবস্থাপনা ও লিডারশিপ ব্র্যান্ডিং নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
দ্বিতীয় সেশনে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক মাহফুজ মিশু বলেন, আমরা কী শেয়ার করছি বা করছি না, সেটি খুব গুরুত্ব সহকারে ভাবতে হবে। কারণ সোশ্যাল মিডিয়ার প্রতিটি পদচিহ্ন ভবিষ্যতের জন্য খোলা থাকে। ফলে এক্ষেত্রে সচেতন ব্যবহারের কোনও বিকল্প নেই।
ডট ইনিশিয়েটিভের সভাপতি কে এম ইমরুল হাসান বলেন, ডট ইনিশিয়েটিভ তরুণদের দক্ষ, নেতৃত্ব ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। শিক্ষা, দক্ষতা ও উদ্যোগ—এই তিনটিই ভবিষ্যতের জন্য জরুরি।
সাধারণ সম্পাদক রাইয়ান ফেরদৌস বলেন, অংশগ্রহণকারীদের আগ্রহ আমাদের আরও অনুপ্রাণিত করেছে। এটি শুধু একটি কর্মশালা নয়, এটি নেতৃত্ব গঠনের চলমান প্রক্রিয়ার একটি অংশ।
কর্মশালার শেষদিকে প্রশ্নোত্তর পর্ব, নেটওয়ার্কিং সেশন ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
/আরএইচ