ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি এখন পর্যন্ত একদমই নগণ্য।
ভোটগ্রহণ শুরু হলেও এখনও তেমন ভোটার উপস্থিতি নেই বললেই চলে। গুলশান-বনানী অভিজাত এলাকায় হওয়ায় এই আসনে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা-১৭ আসনের ভোট নেয়া হচ্ছে ব্যালটে। পুরো নির্বাচন পর্যবেক্ষণ হচ্ছে সিসিটিভির মাধ্যমে। এ আসনেও ভোটে অংশ নেয়নি বিএনপি। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০।
/এম ই