ঢাকা শিক্ষা বোর্ডের আন্তঃ কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা শিক্ষা বোর্ডের আন্তঃ কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা শিক্ষা বোর্ডের আন্তঃ কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত ‘ঢাকা জোন’ পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা’ ২০২৩-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে আয়োজনের উদ্বোধন করেন ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শন ও শারীরিক শিক্ষা শাখার কলেজ পরিদর্শক প্রফেসর এ টি এম মোয়াজ্জেম হোসেন। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, (এনডিসি, পিএসসি) ও শিক্ষা বোর্ড একাউন্টস ডিডি কাজী নূরে আলম সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আয়োজনে ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর,মুন্সীগঞ্জ জেলা নিয়ে গঠিত ঢাকা জোনের ৫টি জেলার প্রথম ও রানার আপ হওয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সাভার ল্যাবরেটরি কলেজ এর সহকারী অধ্যাপক ও ক্রীড়া কমিটির আহ্বায়ক আবদুর রহমান, শিক্ষা বোর্ডের সাবেক শারীরিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোসলেম উদ্দিন, সদস্য সচিব ও রেসিডেনসিয়াল মডেল কলেজের সহকারী অধ্যাপক ফারুক হোসেন, নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব নজরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা সদস্য সচিব রেজাউল ইসলামসহ অন্যরা।

এএস/

Scroll to Top