এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সোমবার মাঠে গড়াচ্ছে বিপিএলের ১১তম আসর। উদ্বোধনী দিনে সন্ধ্যার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে নামছে ঢাকা ক্যাপিটালস। আগেরদিন বড় চমক দেখিয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। বিশ্বজয়ী ইংলিশ তারকা জেসন রয়কে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তারা।
রোববার বিষয়টি জানিয়েছে ঢাকা। বিপিএল খেলতে আগামী ৫ অথবা ৬ জানুয়ারি বাংলাদেশে পা রাখবেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। দুই ম্যাচ খেলার চুক্তিতে বিপিএলে আসবেন তিনি। ৭ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকার জার্সিতে খেলতে দেখা যাবে ইংলিশ ওপেনারকে। ৯ জানুয়ারি চিটাগং কিংসের বিপক্ষে খেলবেন ৩৪ বর্ষী ব্যাটার।
সবশেষ ২০১৯ সালে সিলেট সিক্সার্স জার্সিতে খেলেছিলেন রয়। ৪ ম্যাচে ৬৭ রান করেছিলেন। ২০১২ সালে চিটাগং কিংসের হয়ে ১০ ম্যাচে ২২৫ রান করেছিলেন। পরের আসরেও চিটাগং কিংসের হয়ে খেলেছেন। ৭ ম্যাচে করেছিলেন ১৮২ রান।